৬ মরদেহ পোড়ানো মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:১২ পূর্বাহ্ন, ২রা জুলাই ২০২৫


৬ মরদেহ পোড়ানো মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
ফাইল ছবি।

সাভারের আশুলিয়ায় গত বছরের আলোচিত ছয়জনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক সংসদ সদস্য (এমপি) সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।


বুধবার (২ জুলাই) সকালে ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় প্রসিকিউশন। এ সময় গ্রেপ্তার সাত আসামিকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে রয়েছেন দুই সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি ও শহিদুল ইসলাম।


গত ১৯ জুন তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে আসে। দীর্ঘ তদন্ত শেষে আজ আনুষ্ঠানিক অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় পাঁচজনকে গুলি করে হত্যা করে এবং গুরুতর আহত এক ব্যক্তিসহ মোট ছয়জনকে একটি পুলিশ ভ্যানে তুলে নিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলে। ঘটনাস্থলেই নিহত হন সবাই।


এ বর্বর ঘটনায় পরবর্তী সময়ে গত বছরের ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একটি মামলা করা হয়।


প্রসিকিউশন বলছে, এ হত্যাকাণ্ড শুধু রাষ্ট্রীয় বাহিনীর ক্ষমতার অপব্যবহারই নয়, বরং একটি সুপরিকল্পিত গণহত্যা, যা মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞার মধ্যে পড়ে। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।


এই মামলার বিচার শুরু হলে এটি বাংলাদেশের ইতিহাসে মানবতাবিরোধী অপরাধের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।


আরএক্স/