Logo

শেফালিকা ত্রিপুরা অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন

profile picture
জনবাণী ডেস্ক
১০ জুলাই, ২০২৫, ০৫:০৯
54Shares
শেফালিকা ত্রিপুরা অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন
ছবি: সংগৃহীত

শেফালিকা ত্রিপুরা অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন

বিজ্ঞাপন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। 

বুধবার (৯ জুলাই) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর একদিন আগে, মঙ্গলবার (৮ জুলাই) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, “খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯”-এর ধারা ১৪ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করা হলো।

উল্লেখযোগ্য যে, এর ঠিক আগের দিন, সোমবার (৭ জুলাই) পার্বত্য মন্ত্রণালয় থেকে পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে ‘অসদাচরণ ও দুর্নীতির’ অভিযোগে পরিষদের যাবতীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০২৪ সালের ৭ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান এবং আরও ১৪ জনকে সদস্য হিসেবে অন্তর্বর্তীকালীন পরিষদে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে ১০ নভেম্বর নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

বিজ্ঞাপন

নতুন দায়িত্বপ্রাপ্ত অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা তার বক্তব্যে সকলের সহযোগিতা কামনা করেন এবং জেলার উন্নয়ন ও শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি দেন।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD