নোয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:৫২ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৫


নোয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা
সংগৃহীত ছবি।

টানা বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় নোয়াখালী জেলায় সব প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।


বুধবার (৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাত নাসিমা হাবীব।


তিনি বলেন, ৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে সকল প্রাথমিক বিদ্যালয় ছুটি পেয়েছে। আগামীকাল ১০ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম (ক্লাস) বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থাকবেন এবং চলমান দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় বিদ্যালয়গুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রয়োজন হলে তারা প্রস্তুত থাকবেন। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।


সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, “জলাবদ্ধতা ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। বর্তমানে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক কাজ করছে। বিশুদ্ধ পানির জন্য মোবাইল ফিল্টার প্ল্যান্ট ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও সাপে কাটা ও ডায়রিয়ার মতো রোগের জন্য জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে।”


তিনি আরও জানান, জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে এবং ত্রাণ কার্যক্রম তদারকির জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে।


এসডি/