ফেনীতে বন্যায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ, দুর্ভোগে মানুষ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৫

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ২০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফলে সীমান্তবর্তী ফুলগাজী ও পরশুরাম উপজেলার বহু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।
পানি বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের খুঁটি, মিটার ও ট্রান্সফরমার তলিয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে দুই উপজেলায় প্রায় ৩১ হাজার ২০০ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এ ছাড়া মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
ফুলগাজী পল্লী বিদ্যুতের ডিজিএম মো. হাবিবুর রহমান জানান, জনগণের নিরাপত্তার স্বার্থে উপজেলার প্রায় ৩০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। এ উপজেলায় মোট গ্রাহক সংখ্যা ৩৮ হাজার।
অন্যদিকে, পরশুরাম পল্লী বিদ্যুতের ডিজিএম মো. সোহেল আকতার বলেন, "৩৩ হাজার গ্রাহকের মধ্যে প্রায় ৬০ শতাংশের বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বিভিন্ন লাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে সহসা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।"
ফুলগাজীর আমজাদহাট, কিসমত ঘনিয়ামোড়া, উত্তর শ্রীপুর, গোসাইপুর, মন্তলা, কহুমা, জগতপুর এবং পরশুরামের ধনীকুন্ডা, শালধর, বেড়াবাড়িয়াসহ অনেক এলাকায় মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ। এতে মানুষ দেশ-বিদেশে থাকা আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
স্থানীয় এক বাসিন্দা বলেন, "বিদ্যুৎ না থাকলে কিছুটা সামাল দেওয়া যায়, কিন্তু মোবাইল নেটওয়ার্ক না থাকলে আমরা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ি। গত বছরও এমন পরিস্থিতি হয়েছিল। কিন্তু মোবাইল কোম্পানিগুলো থেকে কোনো উন্নত ব্যবস্থা নেওয়া হয়নি। জেনারেটরের মাধ্যমে টাওয়ারগুলো সচল রাখা গেলে উপকার হতো।"
বাঁধ ভেঙে পানির গতি বেড়ে যাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জরুরি ভিত্তিতে বাঁধ মেরামত না করা হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
আরএক্স/