চন্দনাইশে ডা. মোহাম্মদ নুরুল আমিনের স্মরণে নাক, কান ও গলা ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:২৯ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৫

চন্দনাইশের সোসাইটি ফর এসিস্ট্যান্স টু হিয়ারিং ইম্পেয়ার্ড চিলড্রেন (সাহিক) এর প্রতিষ্ঠাতা, সদ্য প্রয়াত অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুল আমিনের স্মরণে চট্টগ্রামের দোহাজারীতে নাক, কান ও গলা রোগীদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই) দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ে সোসাইটি ফর এসিস্ট্যান্স টু হিয়ারিং ইম্পেয়ার্ড চিলড্রেন (সাহিক) এর সহযোগিতায় এই ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকালে সংস্থাটির আয়োজনে এবং দোহাজারী পৌরসভা এলডিপির সার্বিক সহযোগিতায় দোহাজারী স্কুলে ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন সংস্থাটির সাধারণ সম্পাদক ও এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক।
এ সময় তিনি বলেন, সাহিকের ফ্রি ক্যাম্প থেকে গরীব রোগীদের যাদের সার্জারী করতে হবে তাদেরকে সাহিকের মাধ্যমে ফ্রি সার্জারী করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা এলডিপির সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, চন্দনাইশ পৌরসভার সাবেক মেয়র আইয়ুব কুতুবী, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবির, দোহাজারী পৌরসভার সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, পটিয়া পৌরসভা এলডিপির সভাপতি মনছুরুল আলম, দোহাজারী পৌরসভা এলডিপি সিনিয়র সহসভাপতি আবু নাছির,চন্দনাইশ পৌরসভা গনতান্ত্রিক যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল, মো. সালাউদ্দিন, মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক মোহাম্মদ ফারুক, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলমগীর, নাসির খান, ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল করিম রানা, যুবদল সভাপতি কায়সার হামিদ, স্বেচ্ছাসেবক দল সভাপতি শহিদুল ইসলাম রিকচন, শ্রমিক দল সাধারণ সম্পাদক আবু তৈয়্যব, ছাত্রদল সভাপতি ইয়াছিন সহ দোহাজারী পৌরসভা এলডিপি, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এসডি/