রামগড়ে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৫০ পিএম, ৫ই সেপ্টেম্বর ২০২৫


রামগড়ে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে ব্যাপক অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছঁই হয়ে গেছে। ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। 


শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের সামনে রামগড়-জালিয়াপাড়া সড়কের পাশে পাতাছড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রগুলো জানায়, প্রথমে বাজারের আবুল মিয়ার কুলিং কর্ণারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন দ্রুত আশে-পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে নিমিষেই ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের-কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলেও ততক্ষণে ৮টি দোকান ছাই হয়ে যায়। দোকানগুলো থেকে কোনো মালামাল সরাতে সময় পাননি দোকানিরা। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।


রামগড় ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া জানান, সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের ফোন কল পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।


এসএ/