যমজ দুই ভাই দেখতে একরকম, এসএসসির ফলও একই
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:৪৬ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৫

যমজ দুই ভাইয়ের যমজ ফল। জন্মের কয়েক মিনিটের ব্যবধান থাকলেও সাফল্যে যমজ দুই ভাইয়ের চেহারা একই। জিহাদ হাসান ও বায়জিদ হাসান যমজ দুই ভাই। তারা মাত্র এক মিনিটের বড়-ছোট। এতদিন একসঙ্গে পড়াশোনা, খেলাধুলা এবং একই সঙ্গে মাধ্যমিক দিয়েছে। ফলাফলও দুই ভাইয়ের একই। এসএসসি পরীক্ষা যমজ দুই ভাই জিপিএ- ৪.৭৮ পেয়েছে। এছাড়াও তারা সব বিষয়েই সমান নম্বর পেয়েছে।
এমন আশ্চর্যজনক ঘটনা ঘটেছে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের মধ্য চররোসুন্দী গ্রামে।
বৃহস্পতিবার (১০ জুলাই) তাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে।
জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের মধ্য চররোসুন্দী গ্রামের কৃষক সাইদুর রহমান বয়াতি ও গৃহিণী জুলেখা বেগম দম্পতির জমজ দুই ছেলে। বাইজিদ হাসান ও জিহাদ হাসান।
পরীক্ষার ফল বিশ্লেষণ করে জানা গেছে,
সুবচনী উচ্চ বিদ্যালয় থেকে এ বছর ৪৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। যার মধ্যে ২৮ জন কৃতকার্য হয়েছে। এই ২৮ জনের মধ্যে জমজ দুই ভাই বাইজীদ ও জিহাদ দুজনেই বিজ্ঞান বিভাগ নিয়ে সর্বোচ্চ জিপিএ- ৪.৭৮ পেয়েছে। তারা প্রতিটি বিষয়ে একই রেজাল্ট পেয়েছে। তারা দুই ভাই একই বিষয়ে ছয়টি বিষয়ে এ প্লাস পেয়েছে। ইংরেজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইসলাম ও নৈতিক শিক্ষা, পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই ছয় বিষয়ে এ প্লাস পেয়েছে জমজ দুই ভাই। বাংলা ও রসায়নে পেয়েছে এ গ্রেড এবং গণিত ও উচ্চতর গণিত বিষয়ে পেয়েছে এ মাইনাস।
অল্পের জন্য এ প্লাস না পেয়ে মন খারাপ জমজ দুই ভাইয়ের। দুই ভাইয়ের ইচ্ছা মেরিন অফিসার হবে। বাবা-মায়েরও ইচ্ছা ছেলেদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে প্রতিষ্ঠিত করার। কিন্ত দরিদ্র কৃষক সাইদুর রহমান কি পারবে তার দুই ছেলেকে একসাথে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে প্রতিষ্ঠিত করতে।
বাইজিদ বলেন, আমরা দুই ভাই সব সময় একসাথে চলতাম এবং একই সাথে একই বিষয়ে পড়তাম। আমরা দুই ভাই একই শিক্ষকের কাছে পড়েছি। এ কারণে আমরা দুই ভাই একই রেজাল্ট করেছি। আমাদের দুই ভাইয়ের ইচ্ছা মেরিন অফিসার হওয়ার। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
বাবা সাইদুর রহমান ও মা জুলেখা বেগমও ছেলেদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
সুবচনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন সিকদার বলেন, আমাদের স্কুলের শিক্ষার্থী দুই ভাই বাইজিদ ও জিহাদ একসাথে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। সর্বোচ্চ ৪.৭৮ নাম্বার পেয়েছে জমজ দুই ভাই বাইজিদ ও জিহাদ। এবং তারা দুই ভাই সকল বিষয়ে একই নাম্বার পেয়েছে। এটা সত্যিই আশ্চর্যের বিষয়।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ঐকমত্যে পৌঁছলে ৫ আগস্টে জুলাই ঘোষণাপত্র: উপদেষ্টা আসিফ

কুমিল্লার গোমতীতে বাড়ছে পানি, ঝুঁকিতে বেড়িবাঁধ

ফেনীতে বন্যাকবলিত এলাকায় একপ্রান্তে স্বস্তি, অন্যপ্রান্তে উদ্বেগ

চন্দনাইশে ডা. মোহাম্মদ নুরুল আমিনের স্মরণে নাক, কান ও গলা ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
