চাঁদাবাজ ধরলে থানা ঘেরাও করে ছাড়িয়ে নিচ্ছে: ভিপি নুর


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৫


চাঁদাবাজ ধরলে থানা ঘেরাও করে ছাড়িয়ে নিচ্ছে: ভিপি নুর
সংগৃহীত ছবি।

চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে পুলিশ এগিয়ে গেলেও, রাজনৈতিক দলের নেতাকর্মীরা থানা ঘেরাও করে তাদের ছাড়িয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর।


রবিবার (১৩ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।


নুরুল হক নুর বলেন,‘আমরা দেখছি কোনো রাজনৈতিক দলই চাঁদাবাজি, খুন, সন্ত্রাস বা টেন্ডারবাজিকে প্রকাশ্যে সমর্থন করছে না। কিন্তু যখন প্রশাসন কাউকে গ্রেফতার করে, তখন সেই দলের নেতাকর্মীরাই থানায় গিয়ে চাঁদাবাজদের ছাড়িয়ে আনে। এতে করে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তিনি এ সময় সাম্প্রতিক চাঁদাবাজ ও সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে যৌথবাহিনী নামানোর দাবি জানান।’


তিনি বলেন,‘শিল্প এলাকা ঘিরে চাঁদাবাজ-সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়ে গেছে। নির্বাচন পর্যন্ত নিয়মিত যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা যেতে পারে। সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব।’


নুর আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে পড়েছে। ‘এখন সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর নেই। উপজেলা চেয়ারম্যানও নেই। জনপ্রতিনিধির জায়গায় ইউএনও দায়িত্ব পালন করছেন। কিন্তু তাকে রাজনৈতিক দলগুলো বিভিন্ন দিক থেকে টানাহেঁচড়া করছে। এতে প্রশাসনের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য আমরা আগেই বলেছি— জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়া দরকার, যাতে প্রশাসনের সহায়তায় প্রতিনিধিরা সঠিকভাবে কাজ করতে পারে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন পরিবেশ তৈরি হয়।’



ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গে তিনি বলেন,‘বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান— সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে। তারপরও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে, বিশেষ করে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে। ৫ আগস্টের পরে সংখ্যালঘু নির্যাতনের কথা বলা হয়েছে জমি দখল, বাড়িঘর ভাঙচুর ইত্যাদি। কিন্তু এসব ঘটনা সর্বত্র হয়নি। ছাত্র-জনতা অনেক সহিষ্ণুতা ও সহনশীলতার পরিচয় দিয়েছে।’


তিনি অভিযোগ করেন,“আওয়ামী লীগের নেতারা বলেছিল, তারা ক্ষমতা ছাড়লে দেশে ৫ লাখ লাশ পড়বে। অথচ ৫০০ লাশও পড়েনি। এটা প্রমাণ করে দেশের মানুষ সহনশীল।’


সাবেক ডাকসু ভিপি নুর এই সহনশীল আচরণের জন্য দেশবাসী ও ছাত্র-জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



এসডি/