সবজির সাথে ৭৫টি গাঁজা গাছ লাগান মতিন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ময়মনসিংহের ত্রিশালে ৭৫ টি গাঁজা গাছসহ চাষী আব্দুল মতিন মন্ডল কে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ।
ত্রিশাল থানা পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রামপুর ইউনিয়নের বীর রামপুর উজানপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানার একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশ গাঁজা চাষী আব্দুল মতিন মন্ডলের আবাদী জমিতে সবজির সাথে গোপনে চাষ করা ৭৫টি গাজা গাছসহ আটক করে তাকে। উদ্ধারকৃত গাজার পরিমান প্রায় সাড়ে এগার কেজি বলে জানায় পুলিশ।
ত্রিশাল থানার এসআই আমিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৭৫টি গাজার গাছসহ গাঁজা চাষী আব্দুল মতিন মন্ডলকে আটক করা হয়েছে।
ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ৭৫টি গাজার গাছসহ একজনকে আটক করে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে। মাদকের বিরুদ্ধে ত্রিশাল থানা পুলিশ জিরো টলারেন্স অনুসরণ করছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এসএ/