ঘুষ নেওয়ার অভিযোগে ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৫


ঘুষ নেওয়ার অভিযোগে ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার
ফাইল ছবি।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমানসহ ছয় পুলিশ সদস্যকে ঘুষ নেওয়ার অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।


আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ফুল ছেড়া নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ৩০


সোমবার (১৪ জুলাই) হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের কার্যালয়ে তাদের সংযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ কর্তৃপক্ষ।


প্রত্যাহারকৃত অন্য পুলিশ সদস্যরা হলেন এএসআই বিপুল বড়ুয়া, কনস্টেবল মো. সাহাবুদ্দিন, মো. মস্তু, সাকিবুল ও মো. জহির মিয়া।


হাইওয়ে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, চলতি মাসের ৩ জুলাই সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান খাঁটিহাতা এলাকায় থামিয়ে চালকের কাছ থেকে প্রায় ৮০ হাজার টাকা ঘুষ নেওয়া হয়। অবৈধ পণ্য থাকার অজুহাতে এ অর্থ আদায় করা হয় বলে জানা গেছে।


একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর অভিযুক্ত ছয়জনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।



বর্তমানে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন উপ-পরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া। তিনি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের প্রত্যাহার করা হয়েছে। আমি নতুন করে দায়িত্ব নিয়েছি এবং বর্তমানে থানার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।


আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত শতাধিক


হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। একজন অতিরিক্ত পুলিশ সুপারকে দিয়ে তদন্ত চালানো হচ্ছে। দোষ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’



এসডি/