চট্টগ্রামে এলডিডিপি'র কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৫

চট্টগ্রামে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান। এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক উৎপাদন ডা. এ বি এম খালেকুজ্জামান, পরিচালক সম্প্রসারণ ডা. বেগম শামছুননাহার আহমেদ, এলডিডিপি’র প্রকল্প পরিচালক ডা. মো. জসিম উদ্দিন এবং বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, এলডিডিপি প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যা দেশের প্রাণিসম্পদ ও ডেইরি খাতের উন্নয়নে কাজ করছে। তবে, কিছু ক্ষেত্রে এর অগ্রগতি এবং বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠলেও, এই প্রকল্পের ভবিষ্যৎ ইতিবাচক হতে পারে যদি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়। ইতিমধ্যে প্রকল্পটি কার্যক্রম তাদারকী ও মনিটরিং আরও জোরদার করেছে।
কর্মশালায় চট্টগ্রাম বিভাগের আওতায় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন
এসডি/