গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৩২ পূর্বাহ্ন, ১৬ই জুলাই ২০২৫


গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন
সংগৃহীত ছবি।

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।


বুধবার (১৬ জুলাই) দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।


এনসিপির মাসব্যাপী চলমান পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে একটি কর্মসূচি আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা ছিল। তবে পদযাত্রা শুরু হওয়ার আগেই উলপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।


গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, ‘জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি বানচাল করতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের অনুসারীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর চালায়। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’


এ ঘটনায় এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।



এসডি/