গোপালগঞ্জে এবার ইউএনওর গাড়ি বহরে হামলা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:১১ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে।
বুধবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
ঘটনাস্থলে উপস্থিত প্রশাসনিক কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় নাগরিক পার্টির একটি শান্তিপূর্ণ পদযাত্রা শহরের পৌর পার্ক থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে শুরুতেই স্থানীয় ছাত্রলীগ এবং আওয়ামী লীগের একদল কর্মী কর্মসূচিটি বানচাল করার চেষ্টা করে।
ইউএনও এম রকিবুল হাসান বলেন, "আমার দায়িত্ব পালনের অংশ হিসেবে আমি ঘটনাস্থলে যাচ্ছিলাম। এ সময় একটি দল প্রথমে পুলিশের ওপর হামলা চালায়, পরে আমার গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এতে প্রশাসনের কয়েকজন সদস্য আহত হয়েছেন।"
এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে কোনো পক্ষের নাম উল্লেখ না করলেও, ইউএনও সরাসরি ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীদের দায়ী করেছেন।
এখন পর্যন্ত ঘটনায় মামলা হয়েছে কি না বা কোনো আটক হয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি প্রশাসন।
‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি দেশের বিভিন্ন জেলা শহরে জনসম্পৃক্ততা বাড়াতে চায়। এই কর্মসূচির গোপালগঞ্জ পর্বটি শুরু হওয়ার আগেই এই হামলার ঘটনা রাজনীতির মাঠে নতুন উত্তাপ ছড়িয়েছে।
আরএক্স/