গোপালগঞ্জে আ.লীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে নাশকতা, সড়ক অবরোধ ও পুলিশের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কংশুর এলাকা থেকে তাদের আটক করা হয়। সেনাবাহিনীর গোপালগঞ্জ ক্যাম্পের গোয়েন্দা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
গোয়েন্দা সূত্র জানায়, এনসিপি ঘোষিত পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্নস্থানে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় কংশুর এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে জড়ো হচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী সেখানে অভিযান চালায় এবং ৭ জনকে আটক করে।
ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন, র্যাব ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করছে।
এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।