ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৫২ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৫

গাজীপুরের কালিয়াকৈরের গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল করেছেন পরীক্ষার্থী শিশির চন্দ্র মনিদাস। ১০ জুলাই ফলাফল প্রকাশের পর দেখা গেছে শিক্ষার্থী শিশির মনিদাস কৃষি বিষয়ে ফেল করেছে। কিন্তু অবাক করার বিষয় সে এবার কৃষি বিষয়ে পরীক্ষাই দেয়নি।
২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় কারিগরি বিভাগের শিক্ষার্থী শিশির চন্দ্র মনিদাস শুধুমাত্র ধর্ম বিষয়ে অংশ নেন। এর আগে ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় তিনি সব বিষয়ে উত্তীর্ণ হলেও ধর্ম বিষয়ে ফেল করেছিলেন।
আরও পড়ুন: গাজীপুরে পিকআপের ধাক্কায় পোশাকশ্রমিক নিহত
বুধবার (১৬ জুলাই) গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি নিশ্চত করেছেন।
শিক্ষার্থী শিশির চন্দ্র মনিদাস জানান, আমি গত বছর ধর্মে একটি সমস্যার কারণে ফেল করেছি। এ বছর আবার আমি পরীক্ষা দেই। ফলাফলে দেখতে গিয়ে দেখি আমি ধর্মে ঠিকই পাশ করেছি কিন্তু কৃষিতে ফেল। আমি এখন কিভাবে কী করব বুঝতে পারছি না।
গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, গত বছর যেহেতু ওই শিক্ষার্থী কৃষি বিষয়ে পাশ করেছে, তাই এ বছর কৃষিতে সে অংশগ্রহণ করেনি- শুধু ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়েছে। ধর্ম বিষয়ে পাশ এলেও কৃষিতে ফেল এসেছে। এটি আমাদের কোনো ভুল নয়, এটি শিক্ষা বোর্ডের ভুল হয়েছে। আমরা শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি। এ ভুলটি সংশোধন করা হবে।
আরও পড়ুন: গাজীপুর মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, পরিবহন সংকটে ভোগান্তি চরমে
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খানের কাছে জানতে চায়লে তিনি বলেন, এ বিষয়টি আমার জানা নেই। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছে যোগাযোগ করে দেখেন।
এসডি/