গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে ছাত্রলীগের হামলা, রণক্ষেত্র শহর
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফিরে যাওয়ার পথে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশ শেষে গাড়িবহর নিয়ে শহর ছাড়ার সময় হঠাৎ করে লঞ্চঘাট এলাকায় সড়ক অবরোধ করে কিছু যুবক হামলা চালায়। তাদের হাতে ইট, পাটকেল ও লাঠিসোঁটা ছিল। হামলাকারীরা একাধিক গাড়ি ভাঙচুর করে এবং বহরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে।
সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। সংঘর্ষের সময় এনসিপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। শেষ পর্যন্ত সেনা ও পুলিশ সদস্যদের সহায়তায় নেতাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
এই ঘটনার পর গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোকানপাট ও যান চলাচল বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় এখন পর্যন্ত কারও নিহত বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে অন্তত ৭-৮ জন এনসিপি নেতাকর্মী ও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. কামরুল ইসলাম বলেন, "পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।"
এ বিষয়ে ছাত্রলীগের কোনো নেতার সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এনসিপির কেন্দ্রীয় নেতা মো. শরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, "সরকারি মদদে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হয়েছে। এটি গণতন্ত্রের উপর সরাসরি আঘাত।"
ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
আরএক্স/