পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নিয়েছে এনসিপি নেতারা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৩৬ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৫

গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর গাড়িবহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আবারও হামলা চালিয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।
হামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ব্যবস্থা নিয়ে এনসিপির নেতাকর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে তাদের গোপালগঞ্জ পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে রাখা হয়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে
পুলিশ সুপার কার্যালয়ে থাকার কথা নিশ্চিত করে এনসিপি নেতারা জানান, আমাদের গাড়িবহরের একটি অংশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলার করেছে। আমাদের বর্তমানে গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে রাখা হয়েছে। বহরের অপর অংশ মাদারীপুরের উদ্দেশ্যে যাচ্ছে। তাদের ওপরও হামলার আশঙ্কা করছি আমরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ চলছে।
সদর থানার ওসি বলেন, এনসিপির কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে আসছিলেন—এমন খবরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের অনুসারীরা পুলিশের ওপর হামলা চালান। পরে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় এখনো কেউ হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি।
এদিকে, সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট সড়কে ইউএনওর গাড়িবহরেও হামলা চালানো হয়। সেখানে গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখা হয়।
ইউএনও এম রকিবুল হাসান বলেন, জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ঠেকাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পথে পথে অবরোধ সৃষ্টি করছিলেন। আমি পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে আমার গাড়িবহরে হামলা চালানো হয়।
এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের দায়ী করছেন তারা।
এসডি/