জামায়াত নেতার নেতৃত্বে’ হামলা চালিয়ে বিএনপির এক নেতাকে হত্যার অভিযোগ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৫


জামায়াত নেতার নেতৃত্বে’ হামলা চালিয়ে বিএনপির এক নেতাকে হত্যার অভিযোগ
ছবি: প্রতিনিধি

কক্সবাজার সদরে ‘জামায়াত নেতার নেতৃত্বে’ মব সৃষ্টি করে হামলা চালিয়ে বিএনপির এক নেতাকে হত্যার অভিযোগ উঠেছে।


মূলত হামলাকারি জামায়াত নেতার অপকর্ম আড়াল করতে এবং  ভোটের দূর্গখ্যাত ভারুয়াখালী ইউনিয়নে বিএনপিকে দূর্বল করতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।


বুধবার (১৬ জুলাই) দুপুরে কক্সবাজার শহরের শহীদ সরণীস্থ জেলা কার্যালয়ে সদর উপজেলা বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়েছে।


নিহত রহিম উদ্দিন সিকদার বিএনপির সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক।


হামলাকারি আব্দুল্লাহ আল নোমান কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কমিটির আওতাধীন ফতেহেরঘোনা ইউনিটের আমীর।


লিখিত বক্তব্যে সদর উপজেলা বিএনপির আহবায়ক অবসরপ্রাপ্ত সুবেদার মেজর আব্দুল মাবুদ বলেন, গত ১৩ জুলাই রহিম উদ্দিন সিকদারের এক ভাতিজি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। খবরটি শোনার পর খুশিতে তিনি ভারুয়াখালীর পার্শ্ববর্তী পানিরছড়া বটতলী বাজারে মিষ্টি কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে জামায়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে একদল দূর্বৃত্ত দেশিয় অস্ত্র-সশস্ত্র নিয়ে বিএনপি নেতা রহিমের উপর হামলে পড়ে। খবর পেয়ে ছাত্রদলের ভারুয়াখালী ইউনিয়ন কমিটির সভাপতি সাকিব উদ্দিন অভি সহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করতে যান। এসময় তাদের উপরও হামলা চালানো হয়। 


‘এতে রহিম উদ্দিন সিকদার ও সাকিব উদ্দিন অভি সহ ৪ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক দুইজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মঙ্গলবার সকালে চট্টগ্রামস্থ এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 



বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, ‘ঘটনার পর থেকে গণমাধ্যমে বিবৃতি দিয়ে জামায়াত ইসলামীর পক্ষ থেকে হামলায় নেতৃত্বদানকারি আব্দুল্লাহ আল নোমান দলটির সাথে সম্পৃক্ত কেউ নন বলে দাবি করা হয়। দলটির নেতারা ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে মিথ্যাচারের গল্প সাজায়। জামায়াত দাবি করেছে, মসজিদের জায়গা ভোগদখলকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ’


এই ধরণের মিথ্যাচার জামায়াত ইসলামীর অতীত চরিত্রের প্রতিফলন দাবি করে বিএনপি নেতারা বলেছেন, জামায়াত অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। অথচ ঘাতক আব্দুল্লাহ আল নোমানের সঙ্গে জামায়াত ইসলামীর নেতার দলীয় বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ এবং নেতাদের সাথে তোলা বেশ কিছু ছবি ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।


গত বছর ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী ও অপরাধীদের জামায়াত ইসলামীতে পদ-পদবী দিয়ে পুনর্বাসন করা  হয়েছে বলে দাবি বিএনপি নেতাদের।


সংবাদ সম্মেলনে হত্যাকান্ডে জড়িত জামায়াত নেতাসহ সব অপরাধীদেরও গ্রেপ্তার করে বিচারের দাবিও করা হয়েছে।


এসডি/