পুলিশের সঙ্গে সংঘর্ষ, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে শহরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সমাবেশ শেষে মাদারীপুরের পথে রওনা হওয়া এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশ ও আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
বুধবার (১৬ জুলাই) দুপুরের পর থেকেই শহরের বিভিন্ন এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ নেতাকর্মীদের নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জ জেলা প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
জেলা প্রশাসন জানায়, সহিংসতা ঠেকাতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিকেল সাড়ে ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসমাগম, মিছিল-মিটিং, বা পাঁচজনের অধিক ব্যক্তি একত্রিত হওয়া নিষিদ্ধ থাকবে।
ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। র্যাব ও আনসার বাহিনীকেও সতর্ক অবস্থায় রাখা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। অনেক দোকানপাট আগেভাগেই বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
এনসিপি নেতাদের অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে তাদের সমাবেশ সফল হওয়ার পরেই গাড়িবহরে হামলা চালানো হয়। হামলার পেছনে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জড়িত বলে দাবি করেন তারা।
অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতারা দাবি করছেন, এনসিপির পক্ষ থেকে উস্কানিমূলক বক্তব্য ও আচরণের কারণে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত রাখতে তারা প্রশাসনের পাশে থাকার কথা জানান।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।”
আরএক্স/