গোপালগঞ্জে দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৫

গোপালগঞ্জে এনসিপি (ন্যাশনাল কনসেন্সাস পার্টি)-এর পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুস্কৃতিকারিরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং নৈরাজ্যের মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে।”
তিনি বলেন, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, প্রশাসনের গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশের ওপর হামলা—এসবই একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এর মাধ্যমে দেশে ইন্টারিম সরকারের বিরুদ্ধে অরাজকতা ছড়ানোর পাঁয়তারা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
বিএনপি মহাসচিব আরও বলেন, “আইন শৃঙ্খলার চরম অবনতির ফলে আওয়ামী দোসররা এখন মরণকামড় দিয়ে পরিস্থিতিকে ঘোলাটে করতে চাইছে। এসব অপতৎপরতা কঠোর হস্তে দমন করতে হবে, নইলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।”
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, যেন দল-মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষায় সোচ্চার হন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গোপালগঞ্জে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তিনি আহত পুলিশ সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করেন।
আরএক্স/