শ্রীনগরে ট্রেনে কাটা যুবকের লাশ উদ্ধার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৫


শ্রীনগরে ট্রেনে কাটা যুবকের লাশ উদ্ধার
ছবি: প্রতিনিধি

শ্রীনগরে ট্রেনে কাটা এক যুবকের লাশ উদ্ধার করেছে করেছে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ। নিহত যুবকের নাম আল-আমিন (৩৫)। সে কুরিগ্রাম জেলার পাচগাছি এলাকার গাড়িমারা গ্রামের আছর উদ্দিনের ছেলে।


বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। 


স্থানীয়রা জানায়, কামারখোলা এলাকার রেল লাইনের পাশে এক যুবকের দ্বি-খন্ডিত লাশ পড়ে থাকতে দেখে তারা। 


খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন। ধারনা করা হচ্ছে দিন মুজুরের কাজ করতে লোকটি এই অঞ্চলে এসেছিলেন। 


শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, লাশটি উদ্ধারের পর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 


মাওয়া রেলওয়ে স্টেশন ইনচার্জ এসআই মানিক বিশ্বাস জানান, লাশ উদ্ধারের পর পরিচয় শনাক্ত করা হয়েছে। স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। 


এসডি/