বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের মৃত্যু
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল মান্নান তালুকদার (৮৯) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, পাঁচ কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য রাহিত মান্নান লেলিন।
আব্দুল মান্নান তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এছাড়াও তার নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আব্দুল মান্নান তালুকদার ১৯৩৬ সালের ২ মার্চ সিরাজগঞ্জ জেলার ধুবিল গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ব্রিটিশ ভারতের মুসলিম জমিদার “কাটার মহল পরগনা”র প্রতিষ্ঠাতা মুন্সি আব্দুর রহমান তালুকদারের উত্তরসূরি এবং জমিদার ফজলার রহমান তালুকদারের পঞ্চম পুত্র।
১৯৫৪ সালে তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজে ভর্তি হন এবং এখান থেকেই তার রাজনৈতিক জীবনের সূচনা ঘটে।
১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৩ আসন থেকে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে আরও তিনটি জাতীয় নির্বাচনে (১৯৯৬, ২০০১ ও ২০০৮) তিনি বিপুল ভোটে বিজয়ী হন। ২০০১-২০০৬ মেয়াদে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
তিনি দীর্ঘদিন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জানাজা ও দাফনের সময়সূচি:
১৮ জুলাই (শুক্রবার): বাদ আসর: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা
১৯ জুলাই (শনিবার):
সকাল ১০টা: তাড়াশ কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ
দুপুর ১২টা: ধুবিল আয়শা ফজলার হাই স্কুল মাঠ
বাদ যোহর: রায়গঞ্জ ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠ
বাদ আসর: সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে শেষ জানাজা
এরপর: সিরাজগঞ্জ মালশাপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হবে
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে উপজেলা ও জেলা বিএনপিসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ। রায়গঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে তিন দিনের শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
প্রয়াত আব্দুল মান্নান তালুকদারের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।