সমাবেশে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল উপজেলা জামায়াত আমিরের
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৫

ঢাকায় জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির মো. আবু সাঈদ (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই কর্মী আহত হয়েছেন।
শনিবার (১৯ জুলাই) ভোররাতে সাড়ে ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সামনে এক্সপ্রেসওয়ের শুরুতে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানায়, খুলনা থেকে জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা প্রায় ২০টি যাত্রীবাহী বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ভাঙ্গা পৌরসভা এলাকায় এসে সকালের চা বিরতির পর বাসগুলো পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। এ সময় পেছন থেকে একটি অজ্ঞাত যান একটি বাসকে ধাক্কা দিলে সেটি গিয়ে সামনের দুটি বাসের সাথে ধাক্কা খায়।
ঘটনার সময় আবু সাঈদ ছিলেন পেছনের সারির একটি বাসের শেষ দিকে। তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত অপর দুই যাত্রী ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঢাকায় রওনা দেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “২০টি বাসের বহরের মধ্যে তিন নম্বর বাসে ছিলেন নিহত জামায়াত নেতা। পেছন থেকে আসা একটি দ্রুতগতির অজ্ঞাত যান ওই বাসটিকে ধাক্কা দিলে তা সামনের বাসের উপর উঠে যায়। এতে আবু সাঈদ ঘটনাস্থলেই মারা যান।”
দুর্ঘটনার পর নিহতের মরদেহ স্থানীয় কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি রকিবুজ্জামান।
আরএক্স/