নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না: নাহিদ ইসলাম
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে আর কোনো গডফাদারতন্ত্র, পরিবারতন্ত্র বা স্বৈরতন্ত্রের জায়গা হবে না। শেখ হাসিনা একটা গডফাদার ছিল। তার অধীনে সারাদেশে ছোট ছোট গডফাদার তৈরি হয়েছিল। আমরা সেই গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি। নতুন করে আর কাউকে গডফাদার হতে দেব না,।
শনিবার (১৯ জুলাই) কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে এনসিপির এক পথসভায় এসব কথা বলেন তিনি।
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ পথসভায় নাহিদ ইসলাম বলেন, “মাফিয়াতন্ত্র, পরিবারতন্ত্র, স্বৈরতন্ত্র—এই সবকিছুকে বাংলাদেশের মাটি থেকে চিরতরে উচ্ছেদ করতে হবে। জনগণের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।”
তিনি আরও বলেন, “জাতীয় নাগরিক পার্টি আগে থেকেই বলে আসছে—হিমালয় থেকে বঙ্গোপসাগর, এই ভূখণ্ড বাংলাদেশের, এবং বাংলাদেশের জনগণের। বঙ্গোপসাগরের উপকূলে যে সভ্যতা গড়ে উঠেছিল, আমরা সেই সভ্যতার উত্তরাধিকারী।”
কক্সবাজারের মানুষের সংগ্রাম ও সাহসিকতার কথা তুলে ধরে নাহিদ বলেন, “কক্সবাজার পর্যটন শিল্পে বিশ্বখ্যাত, কিন্তু এখানকার মানুষ সেই শিল্পের প্রকৃত সুফল থেকে বঞ্চিত। স্থানীয় জনগণকে বাদ দিয়ে এখানে পর্যটনের নামে লুটপাট হয়েছে। আমরা চাই, পরিবেশবান্ধব ও অংশগ্রহণমূলক পর্যটন উন্নয়ন হোক, যেখানে কক্সবাজারবাসীর অধিকার নিশ্চিত হবে।”
দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “রোহিঙ্গাদের প্রতি আমাদের মানবিকতা আছে, কিন্তু বছর পর বছর বাংলাদেশ তাদের দায়িত্ব নিতে পারে না। এতে কক্সবাজারের মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।”
ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ বলেন, “আপনাদের উচিত বিশ্ব বিবেককে জাগ্রত করে রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে সম্মান ও অধিকারের ভিত্তিতে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা।”
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রমুখ।
আরএক্স/