গোপালগঞ্জকে আলাদা করার কোনো পরিকল্পনা নেই: শফিকুল আলম
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:০৩ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৫

গোপালগঞ্জকে আলাদা করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গোপালগঞ্জের মানুষ বাংলাদেশের মানুষের অংশ এবং সবাইকে সমানভাবে সরকার সহযোগিতা করছে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে কুমিল্লার বার্ডে ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অনুষ্ঠান ‘দ্য নেক্সট ওয়েভ’-এ অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম এই মন্তব্য করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং যেখানেই কোনো ঘটনা ঘটে, সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে। ধর্ষণের মতো গুরুতর অপরাধের জন্য আইন সংশোধন করা হয়েছে এবং দ্রুত বিচার কার্যক্রম চলছে।”
গোপালগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গে প্রেস সচিব জানান, “আইন নিজের হাতে তুলে নেওয়া ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে এবং সেখানে কোনো মানবাধিকার লঙ্ঘন হয়নি। সাংবাদিকরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।”
অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, ওটিটি প্ল্যাটফর্ম চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, কন্ঠশিল্পী আসিফ আকবর, সাংবাদিক ফারাবি হাফিজ এবং হোটেল ব্যবসায়ী লুৎফর রহমান রিপন উপস্থিত ছিলেন।
আরএক্স/