সালাহউদ্দিনকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য, বিএনপির বিক্ষোভ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৫


সালাহউদ্দিনকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য, বিএনপির বিক্ষোভ
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যকে ‘কুরুচিপূর্ণ’ আখ্যা দিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে কক্সবাজার জেলা বিএনপি।


শনিবার (১৯ জুলাই) বিকেলে কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন, শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত এনসিপির পথসভা থেকে সালাহউদ্দিন আহমদ সম্পর্কে অপমানজনক ও মিথ্যা মন্তব্য করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।


বিক্ষোভকারীরা বলেন, “কক্সবাজারের ভূমিপুত্র ও বিএনপির সম্মানিত নেতা সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে অপমানজনক ভাষায় বক্তব্য দেওয়া কক্সবাজারবাসীর জন্য চরম লজ্জার। ‘শিলং থেকে আসা গডফাদার’ বলে তাঁকে হেয় করার অপচেষ্টা সহ্য করা হবে না।” তারা অবিলম্বে ডার্বি নাসীর খ্যাত ওই নেতার ক্ষমা প্রার্থনার দাবি জানান।


এ ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে চকরিয়ায় এনসিপির আরেকটি পথসভা। সেখানে বিএনপি কর্মীরা সভাস্থলে গিয়ে বাধা দেন ও ভ্রাম্যমাণ মঞ্চ ভাঙচুর করেন বলে জানা গেছে। এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাদের গাড়িবহর আটকে দেওয়া হয়েছে।


এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন বলেন, “একটি বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা আমাদের কর্মসূচিতে বাধা দেন। ভ্রাম্যমাণ মঞ্চ ভেঙে দেওয়া হয়, যা অনাকাঙ্ক্ষিত।”


অপরদিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিজানুর রহমান এক ফেসবুক পোস্টে বলেন, “ডার্বি নাসীরুদ্দীন যে ধরনের কথা বলেছেন, তা শুধু কুরুচিপূর্ণ নয়, রাজনৈতিক শিষ্টাচারবিরোধীও। সালাহউদ্দিন আহমদের রাজনৈতিক অভিজ্ঞতা ও অবদান তার কল্পনার বাইরের।”


এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “সালাহউদ্দিন আহমদকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। কিছুটা অপ্রীতিকর পরিস্থিতি হয়েছিল, তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”


এর আগে দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপি তাদের সমাবেশ করে। সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বক্তব্য রাখেন।


নাসীরুদ্দীন তার বক্তব্যে বলেন, “আগে আওয়ামী লীগ আমলে নারায়ণগঞ্জে গডফাদার ছিল শামীম ওসমান। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন। তিনি ঘের দখল, জমি দখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িত।”


আরএক্স/