পুকুরের পানিতে প্রাণ গেল শিশুর
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪২ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৫

লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুরের পানিতে পড়ে রাফসান (১৮) নামে এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২০ জুলাই) সকালে উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত রাফসান ওই এলাকার আলমগীর হোসেনের ছেলে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায় , বাড়ির পাশেই খেলছিলো রাফসান। খেলতে খেলতে এক পর্যায়ে পাশেই থাকা পুকুরে পরে যায় সে। এমতাবস্থায় পরিবারের লোকজন তাকে খোঁজা খুঁজি করে না পেলে পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ারুল হক শিশুর মৃত্যুর বিষয়টা নিশ্চিত করেছেন।
এসডি/