মাগুরার সাবেক ওসির বউকে বিয়ে করলেন ডিআইজি


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫


মাগুরার সাবেক ওসির বউকে বিয়ে করলেন ডিআইজি
ফাইল ছবি।

মিরাজ আহমেদ: পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলামের বিরুদ্ধে তার স্ত্রী ফাহিমা আক্তার গুরুতর অভিযোগ তুলেছেন। 


তিনি অভিযোগ করেছেন, স্বামী শারীরিক ও মানসিক নির্যাতন চালান, পরকীয়ায় লিপ্ত এবং সন্তানদের দেখাশোনা করেননি। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন, জহিরুল ইসলাম পরবর্তীতে অন্য একজন পুলিশ কর্মকর্তার স্ত্রী সোনিয়া আক্তারকে বিয়ে করেছেন এবং তাদের সম্পর্কেও নানা বিতর্ক রয়েছে।


১৯৯৯ সালের ১৮ নভেম্বর ফাহিমা আক্তার ও জহিরুল ইসলাম বিয়ে করেন। বিয়ের পর সংসার চালানোর ভার প্রধানত ফাহিমার কাঁধে পড়ে। স্বামীর পড়াশোনা ও ক্যারিয়ারে সহযোগিতা করতে গিয়ে নিজের মাস্টার্স পড়া বন্ধ করে দেন তিনি। ২০০৩ সাল থেকে জহিরুল ইসলাম পরকীয়ায় জড়িয়ে পড়েন, কিন্তু প্রথমে ফাহিমা সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেন।


পরবর্তীতে মাগুরায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়ার পর জহিরুল ইসলামের আচরণ আরও খারাপ হয়। স্ত্রীকে মানসিক নির্যাতন শুরু করেন এবং উত্তরা বাসায় স্ত্রী অনুপস্থিত থাকাকালে তার জিনিসপত্র সরিয়ে নেন। মাগুরার এক নারী আওয়ামী লীগ নেত্রীর সঙ্গে জহিরুলের ‘গভীর সম্পর্ক’ থাকার অভিযোগও তুলেছেন ফাহিমা।


ফাহিমা আক্তার অভিযোগ করেছেন, স্বামী তার সন্তানদের প্রতি দায়িত্ব পালন করেননি, ছোট ছেলে রাফসানের পড়াশোনার জন্য দেওয়া অর্থ বন্ধ করে দিয়েছেন এবং ছেলে-স্ত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন। তার বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্ত করার জন্য মিথ্যা অভিযোগ তোলা হয়েছে এবং থানায় সাধারণ ডায়েরি করিয়ে হয়রানির শিকার হচ্ছেন তিনি।


বর্তমানে ফাহিমা ও তার ছেলে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি আইজিপির কাছে তার অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও সুবিচার দাবি করেছেন।


অভিযোগ প্রসঙ্গে মোহাম্মদ জহিরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনও মন্তব্য পাওয়া যায়নি।


আরএক্স/