ভারী বৃষ্টিপাত ও বন্যা নিয়ে বড় ‍দুঃসংবাদ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৩৩ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৫


ভারী বৃষ্টিপাত ও বন্যা নিয়ে বড় ‍দুঃসংবাদ
ফাইল ছবি।

‘বিরক্তিকর ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা!’ এই সতর্ক বার্তা দিয়ে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (BWOT) একটি ফেসবুক পোস্ট পোস্ট করেছে।


এ সময় বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিবলয় শক্তিশালী আকারে বিস্তার করতে পারে, যার ফলে এসব অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।


আরও পড়ুন: চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে গরম


মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে দেওয়া সেই পোস্টে বলা হয়, চলতি মাসের ২৪ তারিখের পর থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত সময়ে দেশের দক্ষিণে বৃষ্টিবলয় প্রভাব বিস্তার করবে। এই সময়ে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের জনজীবন বিপর্যস্ত হতে পারে। 


এ সময় বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিবলয় শক্তিশালী আকারে বিস্তার করতে পারে, যার ফলে এসব অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।


পোস্টে আরও বলা হয়, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ নিচু এলাকায় জলাবদ্ধতা এবং ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলায় বন্যা দেখা দিতে পারে।


এছাড়া, বরিশাল ও খুলনা বিভাগেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা নিম্নাঞ্চলে জলাবদ্ধ পরিস্থিতি তৈরি করতে পারে।


আরও পড়ুন: চার বিভাগে ভারী বৃষ্টির আভাস


বিশেষভাবে উদ্বেগের বিষয় হচ্ছে, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলোতে বৃষ্টির প্রভাবে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ফলে দুর্গম এলাকাগুলোর বাসিন্দাদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।


পোস্টের শেষে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম উল্লেখ করেছে, এই অঞ্চলের জনগণের জন্য আগাম প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও প্রস্তুত থাকার অনুরোধ জানানো হচ্ছে।


এসডি/