অন্তর্বর্তী সরকারের অনভিজ্ঞতা দায়ী: গয়েশ্বর চন্দ্র রায়


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৫


অন্তর্বর্তী সরকারের অনভিজ্ঞতা দায়ী: গয়েশ্বর চন্দ্র রায়
ছবি: সংগৃহীত

সমন্বয়হীনতার পাশাপাশি অভিজ্ঞতার অভাব থাকায় অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কে জড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।


শুক্রবার (২৫ জুলাই) সকালে রাজধানীর উত্তরায় মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহত ৩য় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে গিয়ে এ কথা বলেন তিনি।


আরও পড়ুন: আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: ডা. শফিকুর রহমান


গয়েশ্বর বলেন, সরকার দৃশ্যমান না। নির্বাচিত সরকার না হওয়ায় দেশের বিভিন্ন সংকটের দায় এড়াতে পারছে। নির্বাচন যত বিলম্বিত হবে সরকার বিভিন্ন ধরনের প্রশ্নের মুখে পড়বে এবং সংকট সৃষ্টি হবে।


বিমান দুর্ঘটনার চারদিন পার হলেও বিমানবাহিনী এখন পর্যন্ত কোন দায়দায়িত্ব না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বের করে বিচারের আওতায় আনতে হবে, যাতে করে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।


এমএল/