নতুন বছরের প্রতিজ্ঞা হোক ঢাকাকে সুস্থ্য-সচল করার: মেয়র আতিকুল ইসলাম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নতুন বছরের প্রতিজ্ঞা হোক ঢাকাকে সুস্থ্য-সচল করার: মেয়র আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নতুন বছরে প্রতিজ্ঞা হোক একটি সুস্থ্য, সচল ও আধুনিক ঢাকা গড়ে তোলার।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) পয়লা বৈশাখে নগরবাসীর উদ্দেশ্যে এক শুভেচ্ছা বার্তায় তিনি এ কথা বলেন।

নগরবাসীর উদ্দেশ্যে মেয়র আতিকুল ইসলাম বলেন, আসুন আমরা নতুন বছরে প্রতিজ্ঞা করি, আমরা আমাদের এই প্রাণের শহর, অতি আদরের শহর ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো। সবাই মিলে একটি সুস্থ্য, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলবো।

নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দ সবার জীবনে অনাবিল আনন্দ ও কল্যাণ বয়ে আনুক এমন প্রত্যাশায় ডিএনসিসি মেয়র বলেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শুভ নববর্ষ। নববর্ষ সবার মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ- বাংলা নববর্ষে এ প্রত্যাশা করি।

তিনি আরও বলেন, নতুন বছর ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানুষে-মানুষে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করুক, সব সংকট মোকাবিলার শক্তি দান করুক এবং সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি- এই প্রার্থনা করি।

জি আই/