চুয়াডাঙ্গায় আলমসাধু উল্টে নিহত ১


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


চুয়াডাঙ্গায় আলমসাধু উল্টে নিহত ১

চুয়াডাঙ্গায় অবৈধ আলমসাধু (শ্যালো ইঞ্জিল চালিত) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালক নাজমুল হকের মৃত্যু হয়েছে। এসময় রিপন আলী নামে এক আলমসাধু যাত্রীও আহত হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের জাফরপুর জোয়ার্দ্দারপাড়া নামকস্থানে এদূর্ঘটনা ঘটে। 

নিহত নাজমুল (৩৫) আলমডাঙ্গা উপজেলায় বাড়াদি ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং আহত ভুট্টা ব্যবসায়ী রিপন আলী (৩৫) একই গ্রামের রেজাউল হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে ডিঙ্গেদহ বাজারে ভুট্টা বিক্রয় শেষে আলমসাধুযোগ বাড়ি ফিরছিলেন তারা। চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের জাফরপুর জোয়ার্দ্দারপাড়া নামকস্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় আলমসাধুটি৷ এতে ঘটনাস্থলেই চালক নাজমুল নিহত হয়। আহত হয় যাত্রী রিপন আলী। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হাসান বলেন, পরিক্ষা-নিরিক্ষার পর নাজমুলকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। আহত রিপনের বাম হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তির পরামর্শ দেয়া হয়েছে। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালক নিহত হয়েছে। এতে একজন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন। 

এসএ/