ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান’, বন্যার ঝুঁকি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৬ পিএম, ৩রা আগস্ট ২০২৫

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘ঈশান’, যার প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নিচু, বন্যাপ্রবণ এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এ বৃষ্টিবলয়ের সঙ্গে বড় কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই্। তবে পারে মাঝারি দমকা হাওয়া ও বজ্রপাত।
শনিবার (২ আগস্ট) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই তথ্য জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (BWOT)।
সেই পোস্টে বলা হয়, এটি একটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়। এই বৃষ্টিবলয়ে দেশের প্রায় সব এলাকায় যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা আছে এবং এই বৃষ্টিবলয়ের কারণে দেশের প্রায় ৯০ শতাংশ এলাকায় কম-বেশি বৃষ্টি হতে পারে।
এটি চলতি বছরের ১০ম বৃষ্টিবলয় ও ৬ষ্ঠ মৌসুমী বৃষ্টিবলয়। যা ৪ আগস্ট রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ হয়ে দেশে প্রবেশ করবে ও ৯ আগস্ট রংপুর হয়ে দেশ ত্যাগ করতে পারে।
এই বৃষ্টিবলয় সর্বাধিক সক্রিয় থাকবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। বেশ সক্রিয় থাকবে রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে। মাঝারি সক্রিয় থাকবে বরিশাল ও খুলনা বিভাগে।
বৃষ্টিবলয় ‘ঈশান’ চলাকালীন সময়ে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে। অধিক সক্রিয় এলাকায় মেঘাচ্ছন্ন থাকতে পারে।
বৃষ্টিবলয় ঈশান চলাকালীন সময়ে দেশের আবহাওয়া উত্তর ও মধ্যাঞ্চলের অধিকাংশ এলাকায় আরামদায়ক থাকতে পারে, তবে বৃষ্টি বিরতির সময় অল্প কিছুটা ভ্যাপসা গরম পড়তে পারে কিছু কিছু এলাকায়। দক্ষিণাঞ্চলে ভ্যাপসা গরম অনুভূতি থাকতে পারে। ‘ঈশান’ চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের উপস্থিতি তেমন পাওয়া যাবে না।
সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে যেসব এলাকায়
অত্যন্ত সক্রিয়: রংপুর, ময়মনসিংহ ও সিলেট
বেশ সক্রিয়: রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা
মাঝারি সক্রিয়: খুলনা ও বরিশাল
বজ্রপাত: অপেক্ষাকৃত বেশি
বন্যা: রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নিচু এলাকায় অস্থায়ী প্লাবনের আশঙ্কা।
বজ্রপাত: অপেক্ষাকৃত বেশি হতে পারে বিশেষত উত্তরাঞ্চলে।
পাহাড় ধস: চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় ঝুঁকি রয়েছে।
সাগর: সামগ্রিকভাবে সাগর নিরাপদ থাকবে বলে আশা করা হচ্ছে।
এসডি/