চেলা নদীর হঠাৎ বন্যায় সুনামগঞ্জের নরসিংপুরে আতঙ্ক


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৭ পিএম, ৪ঠা আগস্ট ২০২৫


চেলা নদীর হঠাৎ বন্যায় সুনামগঞ্জের নরসিংপুরে আতঙ্ক
ছবি: প্রতিনিধি।

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত চেলা নদীতে হঠাৎ পাহাড়ি ঢলের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। মাত্র একদিনের ব্যবধানে নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে চারপাশের বসতবাড়ি ও ফসলি জমি প্লাবিত হয়ে পড়েছে। এতে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে।


স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সন্ধ্যায় নদীর অবস্থা একদম স্বাভাবিক ছিল, এমনকি শুকনো মনে হচ্ছিল। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি চারদিকে পানি আর পানি। নদীর ধারে থাকা বহু পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে।


এমন আকস্মিক পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা দাবি করছেন, নদীর আশেপাশে পর্যাপ্ত বাঁধ ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে এমন দুর্ভোগ পোহাতে হয়।


স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপ চেয়েছেন। তারা বলেন,এই নদীর আশপাশে টেকসই বাঁধ নির্মাণ করা না হলে ভবিষ্যতে আরও বড় ক্ষতির মুখে পড়বে হাজারো মানুষ।


এসডি/