নাটোরে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নাটোরে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ

কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় নাটোরের সিংড়ায় ৩ হাজার প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ২০ কেজি করে ডিএসপি সার ও ভুর্তকী মুল্যে ১৫ টি কম্বাইন্ড হার্ভেস্টার এবং ৪ টি থ্রেসার মেশিন এবং সামাজিক বনায়নের উপকারভোগী ১২৪ জনের মাঝে ৫৭ লক্ষ টাকার চেক বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

শুক্রবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে কৃষকদের মাঝে চাবি হস্তান্তর করা হয়।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল, ছাতারদিঘী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ বাদশা, সুকাস ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন মোফা সহ আরো অনেকে।

এসএ/