ব্রিতে জুলাই বিপ্লবে কৃষকের মাঝে আমন চারা বিতরণ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৪৯ পিএম, ৬ই আগস্ট ২০২৫

জুলাই বিপ্লব উপলক্ষে তরুণ প্রজন্মের মাঝে রোপা আমন ধানের চারা বিতরণ করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।
বুধবার (৬ আগস্ট ) সকালে ব্রির সদর দপ্তরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম।
অনুষ্ঠানটি আয়োজন করেন ব্রির কৃষিতত্ত্ব বিভাগের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পালন কমিটির আহ্বায়ক ড. মো. আদিল বাদশাহ। এতে ব্রির বিভিন্ন বিভাগের বিভাগীয় ও শাখা প্রধান, বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকরা উপস্থিত ছিলেন।
এই কর্মসূচির মাধ্যমে তরুণদের কৃষির প্রতি আগ্রহী করে তোলা এবং খাদ্য নিরাপত্তার ভবিষ্যৎ নিশ্চিত করার বার্তা দেওয়া হয় বলে আয়োজকরা জানান।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কিশোরগঞ্জে ৫ ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে দিলো জনতা

জয়দেবপুর স্টেশনে ‘মুগ্ধ পানির কর্নার’: যাত্রীদের জন্য ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৭

আয়নাঘর নামক কোনো বস্তু আর যেন সৃষ্টি না হয়: শামা ওবায়েদ
