কিশোরগঞ্জে ৫ ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে দিলো জনতা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:২৬ পিএম, ৬ই আগস্ট ২০২৫


কিশোরগঞ্জে ৫ ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে দিলো জনতা
ছবি প্রতিনিধ

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের সাদুল্লারচর এলাকায় একটি বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলেই ৫ ডাকাতকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা।


মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে আবুল হাশেম মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।


আটকরা হলেন—  কিশোরগঞ্জ সদরের বৌলাই উপজেলার পাটধা কাঠালিয়া গ্রামের মো. সেলিম মিয়া, করিমগঞ্জ উপজেলার চরকরনসী গ্রামের আব্দুর রহমান, নরসিংদী জেলার মাধবদী উপজেলার বালাপুর গ্রামের মো. আসলাম (২৫), সেইসঙ্গে একই জেলার পাইকারচর ইউনিয়নের সাগরদী গ্রামের সবুজ (৪০) এবং  শিবপুর উপজেলার দক্ষিণ সাদারচর গ্রামের আল আমিন মিয়া (৪০)।


আবুল হাশেম মাস্টারের ছেলে মিজানুর রহমান জানান, মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে ‘সবুজ’ নামে এক ব্যক্তি বাসা ভাড়া নিতে আসেন। রাত ৯টার দিকে আবার ফোন করে জানায়, বাসাটি তাদের পছন্দ হয়েছে। এরপর রাত ১১টায় পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে রাত ২টার দিকে ৮-১০ জনের একটি দল নিচতলার কেচিগেট ও দোতলার দরজার তালা ভেঙে ঘরে ঢোকে।


ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্ত্রীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং বাড়ি থেকে প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪২ হাজার টাকা এবং আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড মোবাইল লুট করে নেয় বলে জানান তিনি।


ভুক্তভোগী আরও জানান, দলটি পালিয়ে যাওয়ার সময় ‘ডাকাত, ডাকাত’ চিৎকার শুনে আশপাশের লোকজন ধাওয়া করে পাঁচজনকে গণপিটুনি দেয়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।


কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মফিজুর রহমান জানান, আহত ডাকাতদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে, একজন পর্যবেক্ষণে রয়েছে এবং বাকিদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।


কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’