দিনাজপুরের কাহারোলে নৌপথে কান্তজিউ বিগ্রহের মহাযাত্রা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ১৫ই আগস্ট ২০২৫

মো. রশিদুল ইসলাম (টিপু), কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে ঐতিহাসিক শতবর্ষের ঐতিহ্য নৌপথে কান্তজীউ বিগ্রহের মহাযাত্রা।
প্রায় পৌনে তিনশত বছরের ঐতহ্যি এবং রাজপরিবারের শতবর্ষের প্রথা মনে দিনাজপুরে নদীপথে সম্পন্ন হল শ্রী শ্রী কান্তজীউ বিগ্রহ মহাযাত্রা। জন্মাষ্টমীর একদিন আগে পূর্ণভবা নদীর দুই তীরে ভক্তদের ঢল নামে এই শোভাযাত্রা ঘিরে।
দিনাজপুরের কাহারোল কান্তনগর মন্দির থেকে নৌপথে রাজবাড়ীত পৌঁছায় কান্তজীউ বিগ্রহ। পূজা-অর্চনা শেষে কান্তনগর ঘাট থেকে শুরু হয় যাত্রা, যা পূর্ণভবা নদীর প্রায় ২৫ কিলোমিটার পথ অতক্রিম করে শতাধিক ঘাটে থামে। এসময়ে নদীর দুই তীরে দাঁড়িয়ে ভক্তরা দুধ, কলা, ফল, নারিকেলসহ নানা উপহার উৎসর্গ করনে বিগ্রহ।
শঙ্খধ্বনি ঢাকের বাজনা ও ভক্তদের কীর্তন উৎসবে মেতে ওঠে নদীর দুই তীরে। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মীমের নেতৃত্বে শোভাযাত্রার নিরাপত্তায় সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন।
রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজৎি সিংহ। সহকারী পুলশি সুপার (কাহারোল সার্কলে) মো. মনিজ্জামান এবং কাহারোল উপজেলা নির্বাহী অফসিার মোকলেদা খাতুন মীম জানান, এই নৌযাত্রা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি দিনাজপুরের প্রাচীন ঐতিহ্য ও সাংস্কৃতি উত্তরাধিকার বহন করে চলছে প্রজন্ম থেকে প্রজন্ম।
সন্ধ্যায় রাজবাড়ীতে পৌঁছে যাত্রা রূপ নিয়ে ভক্তরা মহামিলন মেলায়। শতাব্দীর প্রাচীন এই ঐতিহ্য ভক্তি' সংস্কৃতিও সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে আজও সামানে জাঁকজমকভাবে পালিত হয়ে আসছ।
এসএ/