রাজশাহীতে কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৪৮ পিএম, ১৬ই আগস্ট ২০২৫

রাজশাহী নগরীর ‘ডক্টরস ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।
শনিবার (১৬ আগস্ট) ভোরে নগরীর কাদিরগঞ্জ এলাকার একটি বাড়িতে অবস্থিত ওই কোচিং সেন্টারে অভিযান শুরু হয়।
এ সময় কোচিং সেন্টারের পরিচালক মুনতাসিরুল অনিন্দ্য এবং তার দুই সহযোগীকে আটক করা হয়েছে। মুনতাসিরুল অনিন্দ্য রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই।
সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, অভিযানকালে দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলভার, দেশীয় ৬টি অস্ত্র, সঠিক কর্টিজ, ইয়ারগান, শিশা তিন বক্স, ম্যাগনেট, জিপিএস, ওয়াকিটকি ৪টি, ট্রাজারগান, ১০টি সিমকার্ড, বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, কম্পিউটার তিনটি, মনিটর ছয়টি, স্ক্যানার তিনটি, পাসপোর্ট, এনআইডি এবং ৩৫টি মদের বোতল উদ্ধার করা হয়।
অভিযানে পাওয়া বিস্ফোরক দ্রবের কারণে বোমা ডেসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে তা নিষ্ক্রিয় করবে। মুনতাসিরুল অনিন্দ্য এর আগে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে আসেন।
এসএ/