মাদারগঞ্জে পুলিশের ওপর হামলা করে ইয়াবা কারবারিকে ছিনতাই, গ্রেপ্তার ৪
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:২৪ পিএম, ১৭ই আগস্ট ২০২৫

জামালপুরের মাদারগঞ্জে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলা করে বিশিষ্ট ইয়াবা কারবারি নাছির (চিকু) (২৫) ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আহত হয়েছেন এএসআই মুজিবুর রহমান ও এএসআই নাইমুর রহমান। সরকারি কাজে বাধা ও পুলিশকে আঘাতের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্রতারা হলেন -মাদারগঞ্জ উপজেলার ১ নং চর পাকেরদহ ইউনিয়নের পশ্চিম চর পাকের দহ গ্রামের দুদু মন্ডলের ছেলে মো: আজিজুল হক@ বাবু (৩২), ইদু মন্ডলের ছেলে মো: রাসেল (৩৪), আসাদ মন্ডলের ছেলে স্বপন (২৮), মরহুম কছর মন্ডলের ছেলে সুজা মন্ডল (৫৫)।
এদিকে আসামি ছিনতাই ও পুলিশের ওপর হামলাকারীদের চিহ্নিত করে অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় সামাজিক সংগঠনের ব্যক্তিরা।
গ্রেপ্তাতারদের রোববার (১৭ আগস্ট) দুপুর আড়াইটায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১ নং চর পাকেরদহ ইউনিয়নের চর পাকের দহ গ্রামের কালু মন্ডলের ছেলে বিশিষ্ঠ ইয়াবা কারবারি নাছির @ চিকু (২৫) দীর্ঘদিন এলাকায় ইয়াবার কারবার করে আসছে।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ আগস্ট) রাত ৯টা ৪৫ মিনিটে পশ্চিম চর পাকেরদহ গ্রামের বাংলা বাজার এলাকায় এসআই হাসিব আল মাহফুজ নেতৃত্বে এএসআই মজিবর রহমান, এএসআই নাইমুর রহমান ও পুলিশ সদস্য ইয়াসিন মিয়াসহ পুলিশ সদস্যরা ইয়াবা কারবারি নাছির @ চিকুকে (২৫) ৩৩ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে থানার উদ্দেশ্যে রওনা হলে আসামির আত্মীয় স্বজন ও তার সিন্ডিকেটের প্রায় ৫ শতাধিক সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
এ সময় এএসআই মুজিবুর রহমান, এএসআই নাইমুর রহমান আহত হলে পুলিশ সদস্যরা গিয়ে দুইজনকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে রাতেই এসআই হাসিব আল মাহফুজ থানায় গিয়ে বলপূর্বক সরকারি কাজে বাধা দান ও পুলিশে আঘাত করার অপরাধে অজ্ঞাত ৬০/৭০ জনের বিরুদ্ধে মামলা করেন।
এ বিষয়ে রোববার (১৭ আগস্ট) দুপুর ৩টায় সাংবাদিকদের বিষয়টি সত্যতা স্বীকার করে মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, শনিবার (১৬ আগস্ট) রাতে পুলিশ মাদক কারবারি নাছির @ চিকুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় বাংলা বাজার এলাকায় পুলিশকে আটক করে আসামি ছিনিয়ে নিয়ে যায় মাদক সিন্ডিকেটের সদস্যসহ স্থানীয়রা। পরে আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসা শেষে থানায় মামলা করেন ৷
তিনি আরও জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়৷ তারা প্রাথমিকভাবে আসামি ছিনিয়ে নেওয়া ও ঘটনার সঙ্গে জড়িত বলে সত্যতা স্বীকার করেছেন।
মাদক কারবারি ও এজাহার নামীয় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। পাশাপাশি ৪ জনকে ৫ দিনের জন্য পুলিশ রিমান্ড আবেদন করে রোববার (১৭ আগস্ট) দুপুরে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়াও পাশাপাশি আরেকটি মাদক মামলা করা হয় চিকুর বিরুদ্ধে।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ভালুকায় বিপুল পরিমাণ মদসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

শেরপুরে উপজেলা প্রশাসনের মোড়ক উন্মোচন ও পুষ্পস্তবক অর্পণে আ.লীগ নেতা!

জামালপুরে শহিদ সাফওয়ান আখতার সদ্য'র সমাধিতে শ্রদ্ধা নিবেদন

আ’লীগ নেত্রীর বিরুদ্ধে হিজড়াকে অপহরণ-নির্যাতনের অভিযোগ
