বিদ্যুৎ বিভাগের অবহেলায় কৃষকের স্বপ্ন পুড়ে ছাঁই


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বিদ্যুৎ বিভাগের অবহেলায় কৃষকের স্বপ্ন পুড়ে ছাঁই

ময়মনসিংহের নান্দাইলে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৬এপ্রিল) ভোর ৬ টায় উপজেলার নান্দাইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হেমগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। এতে আলী আকবের পুত্র মো. রফিকের বসতঘর, গোয়াল ঘর ও গরু পুঁড়ে ছাঁই হয়ে গেছে। আগুনে পুড়ে সমস্ত সম্ভল পুড়ে গেছে। 

জানা যায়, শনিবার ভোরে মো.রফিকের গোয়াল ঘরে বৈদ্যুতিক মিটার থেকে আগুন জ্বলে যায়। এতে পরক্ষণেই গোয়াল ঘর ও বসতঘরের আগুন লাগে। স্থানীয়রা বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন নেভাতে এগিয়ে না এসে নান্দাইল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের লাইন বন্ধ করার জন্য ফোন দেয়। কয়েকবার ফোন দেবার পরও বিদ্যুৎ বন্ধ করেনি বলে অভিযোগ করেন। এ অবস্থায় নান্দাইল ফায়ার সার্ভিসের ফোন দিলে তারা এসে আগুন নেভাবে সক্ষম হয়৷ 

এ দিকে আগুনে মো. রফিকের গোয়াল ঘর ও ঘরে থাকা ৩ টি গরু, বসত ঘর ও ঘরে থাকা টিভি,ফ্রিজ,গ্যাসের চুলা,দলিলপত্র, আসবাবপত্র সহ সব পুঁড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় লক্ষ টাকার ক্ষতি হয়েছে৷ 

মো.রফিক জানান, আমি সেহেরী খেয়ে মসজিদে নামায আদায় করতে গেছিলাম। পরে আগুনের সূত্রপাত দেখে এসে দেখি সব পুঁড়ে ছাই হয়ে গেছে। আমার তো সব শেষ হয়ে গেছে। বৈদ্যুতিক অফিসের অবহেলার কারনে বেশি ক্ষতি হয়েছে। 

নান্দাইল ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন কাজল জানান, আমার ইউনিয়ন পরিষদে লগুয়া আলি আকবরের ঘর। বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লেগেছে। এতে তার অনেক টাকার ক্ষতি হয়েছে। 

নান্দাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল বারেক জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে আগুন নেভাবে সক্ষম হয়েছি। এতে মো.রফিকের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। বৈদ্যুতিক শর্টসার্কিটেই আগুনের সূত্রপাত হয়েছে।

এসএ/