ধামরাইয়ে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৩৯ পিএম, ১৯শে আগস্ট ২০২৫

ঢাকার ধামরাই সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ মো. আব্দুল করিম (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম কাওসার সুলতান।
সোমবার (১৮ আগস্ট) দিনগত রাত ৯টার দিকে ধামরাই উপজেলা সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর রেডিসন গার্মেন্টস এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো: আব্দুল করিম ধামরাই উপজেলা কুশুরা ইউনিয়নের গোলাইল এলাকার মৃত মেহের আলীর ছেলে। সে এলাকায় মাদক সম্রাট হিসাবে পরিচিত।
পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শ্রীরামপুর রেডিসন গার্মেন্টসের সামনে দুই ব্যক্তি অবৈধভাবে মাদক বিক্রি করছিল। সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত সেখানে পৌঁছিয়ে মো: আব্দুল করিমকে ৪কেজি গাঁজাসহ আটক করা হয়।
এ সময় সুমন খাঁন (৪০) নামে অপর একজন পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সেখান থেকে দৌড়িয়ে পালিয়ে যায়। করিমকে জিঙ্গাসাবাদে জানা যায়, পলাতক আসামি সুমন খানের সহয়তায় বিভিন্ন জায়গা থেকে গাঁজা সংগ্রহ করে ধামরাইয়ে বিক্রি করেন।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো: মনিরুল ইসলাম বলেন, সোমবার (১৮ আগস্ট) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ আব্দুল করিম নামে একজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এসএ/