অব্যাহতি দেওয়া নেতার সঞ্চালনায় পালিত হলো দলের প্রতিষ্ঠা বার্ষিকী
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:১০ পিএম, ১৯শে আগস্ট ২০২৫

বাইজিদ আহাম্মেদ: নরসিংদীর পলাশে এক প্রবাসীর বাড়িতে দিনদুপুরে প্রকাশ্যে দলবল নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাউছার আহমেদ ভূঁইয়াকে দলীয় সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার তিন মাস যেতে না যেতেই সেই সমালোচিত নেতার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে পলাশ উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে পলাশ থানা ও ঘোড়াশাল পৌরসভা স্বেচ্ছাসেবক দল।
এতে পলাশ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট এম এ বাছেদের সভাপতিত্বে ও দলীয় সকল কার্যক্রম থেকে সম্প্রতি অব্যাহতি প্রাপ্ত সাধারণ সম্পাদক কাউছার আহমেদ ভূইয়ার সঞ্চালনায়ই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ঘটনায় বিভিন্ন মহলে চলছে ব্যাপক সমালোচনা। কেউ কেউ বলছে, স্বেচ্ছাসেবক দল নেতা কাউসারকে এ কেমন অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি?।
এতে করে একদিকে যেমন দলের দূর্নাম হচ্ছে। অপরদিকে প্রকৃত অপরাধীর অপরাধকে উস্কে দেওয়ার সামিল।
জানতে চাইলে পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার বলেন, বিষয়টি আমার একার বিষয় না। দলের কারো কোনো আপত্তি না থাকায় কাউছার দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করছে।
উল্লেখ্য যে, এর আগে চলতি বছরের (২৫ মে ) রবিবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দলবল নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা কাউছার ভূইয়ার নেতৃত্বে মালিতা গ্রামের আরজু ভূইয়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা কাউছার ভূইয়া সহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করে পলাশ থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। যদিও ওই মামলায় কাউছার ভূইয়া সহ অন্য অভিযুক্তরা বর্তমানে জামিনে রয়েছেন।
এসডি/