ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন, আহত ৩
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
যশোরের বেনাপোল কাগমারী গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার হাতে চাচা মগর আলী (৬০) খুন হয়েছেন। শনিবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে আরও ৩ জন আহত হয়েছেন। নিহত মগর আলী বেনাপোল পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন নিহত মগর আলীর সঙ্গে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তারই আপন ভাই আরব আলীর সঙ্গে কলহ চলছিল। শনিবার রাতে নিহত মগর আলী বাড়ির পাশে চায়ের দোকানে বসেছিল। এসময় তাকে হুমকি-ধামকি দেয় আরব আলীর ছেলে হারুন ও তার ছেলে সোহেল।
মগর আলীও গালিগালাজ করতে করতে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় সোহেল ধারালো চাকু দিয়ে মগর আলীর পেটে ও বুকে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় মগর আলীর ছেলে ও নাতি ছেলে ছুটে এলে তাদেরও পিটিয়ে আহত করে তারা।
স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। যশোর সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মগর আলীকে মৃত ঘোষণা করেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হেসেন ভূঁইয়া বলেন, বেনাপোল কাগমারী গ্রামে ভাতিজার হাতে চাচা মগর আলী খুন হয়েছেন।ময়নাতদন্তের জন্য লাশ যশোর সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্য আসামীদের গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে।
এসএ/