সহকারী জজ পদে নিয়োগ বিজ্ঞপ্তি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৪৬ পিএম, ২০শে আগস্ট ২০২৫


সহকারী জজ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় সহকারী জজ পদে ১০০ জন কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার মাধ্যমে প্রার্থীরা নির্বাচিত হবেন। আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে এবং এর শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৫।


বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী জজ পদে বেতন স্কেল ৩০,৯৩৫ থেকে ৬৪,৪৩০ টাকা। পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাও প্রদান করা হবে। আবেদনকারীর বয়স ২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত অনধিক ৩২ বছর হতে হবে।


আরও পড়ুন: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষা শনিবার


যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, আইন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিদেশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৩ বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারীদের স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক। স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়েই ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে।


আবেদনের সময়সীমা ১ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। আবেদন ফি বাবদ টেলিটকের মাধ্যমে ১,২০০ টাকা জমা দিতে হবে। ফি জমাদানের শেষ সময় ১ অক্টোবর ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট।


আরও পড়ুন: মেডিকেল ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত


বিস্তারিত তথ্য ও আবেদন করার জন্য প্রার্থীদের অনলাইনে নির্দিষ্ট লিংকের মাধ্যমে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি, পরীক্ষার নম্বর বণ্টনসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


এএস