রাষ্ট্রপতির ছবি নিয়ে ব্যস্ত সরকার, জনগণের নিরাপত্তায় নয়: রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৭ পিএম, ২০শে আগস্ট ২০২৫

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সরকার রাষ্ট্রপতির ছবি থাকবে কি না সে বিষয়ে যতটা ব্যস্ত, তার অর্ধেক মনোযোগ যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দিত, তাহলে দেশ আজ সঠিক পথে এগোতে পারত।
বুধবার (২০ আগস্ট) জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামালের সঞ্চালনায় ‘অন্য মঞ্চে’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।
আরও পড়ুন: হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল
রুমিন ফারহানা বলেন, গত এক বছরে দেশের আসল সমস্যাগুলো সমাধানের পরিবর্তে সরকার ছোটখাটো বিষয় নিয়ে ব্যস্ত থেকেছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, “রাষ্ট্রপতির পোর্ট্রেট সরানো হলো কেন? এটা আমরা কেউই জানি না। যদি ‘নো পোর্ট্রেট’ নীতি নেওয়া হয়ে থাকে তবে সেটা প্রজ্ঞাপন দিয়ে জানানো উচিত ছিল।”
তিনি আরও বলেন, সরকারের আসল দায়িত্ব ছিল জনগণকে ঐক্যবদ্ধ করা, বিভাজন বন্ধ করা, আইনশৃঙ্খলা স্থিতিশীল করা এবং শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা। কিন্তু গত এক বছরে এসব ক্ষেত্রে অগ্রগতি হয়নি। “মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। নির্বাচন সামনে রেখে রোডম্যাপ স্পষ্ট করা, রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলা, এসব কাজ সরকারের করণীয় ছিল।”
আরও পড়ুন: জামায়াত নেতাদের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
সাধারণ মানুষের মনোভাব তুলে ধরে রুমিন ফারহানা বলেন, “রাজনীতি না করা সাধারণ মানুষও দ্রুত একটি রাজনৈতিক সরকার চায়। তাদের মতে, যেকোনো নির্বাচিত সরকারই অনির্বাচিত সরকারের চেয়ে ভালো।”
নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, “ফেব্রুয়ারিতে ভোট হবে কি না, তা নিয়ে মানুষের মধ্যে অনিশ্চয়তা আছে। ড. মুহাম্মদ ইউনূস বললেও মানুষ সেটি বিশ্বাস করছে না। ১৭ বছর পর ভোটের যে উত্তেজনা থাকার কথা, সেই পরিবেশ আমরা দেখতে পাচ্ছি না।”
এএস