প্রধানমন্ত্রীর গৃহায়ন প্রকল্পে টিউবওয়েল আছে কিন্তু পানি নাই
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়নের ৩নং সদর ওয়ার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র দেয়া গৃহহীনদের জমি সহ বাসস্থান প্রকল্পের নিরাপদ পানির টিউবওয়েলে নেই পানি।
প্রতি দশ পরিবারে ১টি নিরাপদ পানির ব্যাবস্থা থাকার কথা। বৈঠাখালী নতুন পাড়ায় টিউবওয়েল আছে কিন্তু নেই পানি। এতে অসুবিধে পোহাতে হচ্ছে মুজিবর্ষের গৃহহয়নের সুবিধা প্রাপ্ত পরিবারগুলোর।
ধর্মপাশা জনস্বাস্থ্য উপঃপ্রকৌশলী মেহেদী হাসান রানার সাথে কথা বললে তিনি জানান-ধর্মপাশা উপজেলায় জনস্বাস্থ্যে অধীনে ৩৬টি টিউবওয়েল রয়েছে। সরজমিনে সবগুলোই পরিদর্শন করেছি সুন্দর ও সচল ভাবে পানি দিচ্ছে।এরি মধ্যে ১টি বৈঠাখালী নতুনপাড়ার ৪৯০ ফুটের টিউবওয়েলটি ফিল্টার ওয়াস করতে হবে, যত দ্রুত সম্ভব ওয়াস করা হবে। ওয়াসেও যদি না হয় তহলে পুনঃস্থাপন করা হবে।
এসএ/