শ্রীপুরে পিকআপের ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ১২
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:০২ এএম, ২২শে আগস্ট ২০২৫

গাজীপুরের শ্রীপুরে একটি শ্রমিকবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১২ জন শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের আনসার টেপিরবাড়ী বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মোশারফ কম্পোজিট টেক্সটাইল কারখানার শ্রমিক।
আরও পড়ুন: শিবচরে ভয়াবহ আগুনে বসতবাড়ি পুড়ে ছাই
প্রত্যক্ষদর্শী বাবুল মিয়া জানান, ভোর সকালে বরমী বাজার থেকে শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যান আনসার টেপিরবাড়ী বাজার হয়ে গাজীপুর সদর উপজেলার মোশারফ কম্পোজিট টেক্সটাইল কারখানায় যাচ্ছিল। পথে আনসার টেপিরবাড়ী বাজারের পশ্চিম পাশে পৌঁছালে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে সামনের সিটে বসা এক নারী শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস বলেন, ‘শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যান আনসার টেপিরবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে একজন নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহত ও আহত সবাই গাজীপুর সদর উপজেলার মোশারফ কম্পোজিট কারখানার শ্রমিক।’
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, ‘ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আমরা উদ্ধার কাজ শুরু করি। শ্রমিকবাহী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে একজন নিহত হয়েছেন এবং কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।’
আরও পড়ুন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এমএল/