শিবচরে ভয়াবহ আগুনে বসতবাড়ি পুড়ে ছাই


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:০৯ পিএম, ২১শে আগস্ট ২০২৫


শিবচরে ভয়াবহ আগুনে বসতবাড়ি পুড়ে ছাই
ছবি: প্রতিনিধি।

মাদারীপুরের শিবচর পৌরসভার ৯ নং ওয়ার্ডের নলগোড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি মুহূর্তের মধ্যে পুরে ছাই হয়ে গেছে।


বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর সারে ৪ টার দিকে স্থানীয় টিটু খাঁনের নিজ বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


আরও পড়ুন: শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইমামের মৃত্যু


প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে এলাকাবাসী দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। 



ঘটনাস্থলে উপস্থিত,তামিম নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ভোরে হঠাৎ আগুন দেখে আমরা এলাকাবাসীকে ডাক দেই। সবাই মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা ফায়ার সার্ভিসের সঙ্গে মিলে আগুন নেভাতে সহযোগিতা করেন।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে ঘরের ভেতরে থাকা দামী আসবাবপত্র, পোশাক, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ মূল্যবান মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।


আরও পড়ুন: শিবচরে ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত


অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে দায়ী করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও বিষয়টি যাচাই করে দেখছেন।


এসডি/