শিবচরে ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

লাইন পার হওয়ার সময় রেল লাইনের উপর ছড়িয়ে-ছিটিয়ে থাকা টুকরো হয়ে যাওয়া লাশ দেখতে পাই।
বিজ্ঞাপন
মাদারীপুরের শিবচরে ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১৭ মে) সকাল নয়টার দিকে উপজেলার পাঁচ্চর গোল চত্বরের পাশে রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।
এসময় ব্যক্তির হাত পা মাথাসহ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধারে কাজ করছে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকালে ঢাকা খুলনার উদ্দেশ্য ছেড়ে আসা ট্রেনটি শিবচরের পাচ্চর গোলচত্তর এলাকা পার হয়ে যায়। ট্রেনটি চলে যাবার কিছুক্ষণ পর রেল লাইনে একাধিক টুকরো হয়ে যাওয়া লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে মধ্যবয়স্ক কোন পুরুষ হবে বলে ধারণা করছেন স্থানীয়রা।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, আমরা রেল লাইন পার হওয়ার সময় রেল লাইনের উপর ছড়িয়ে-ছিটিয়ে থাকা টুকরো হয়ে যাওয়া লাশ দেখতে পাই।
বিজ্ঞাপন
সকালের ট্রেনে দুর্ঘটনাটি হয়ে থাকতে পারে। নিহত ব্যক্তিকে চেনার উপায় নাই। ধারণা করা হচ্ছে কোন মানসিক প্রতিবন্ধী হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুজ্জামান শিকদার বলেন, ট্রেনে কাটা পড়েই লোকটি মারা গেছে।লাশ চেনার উপায় নেই। মরদেহ সনাক্তের চেষ্টা চলছে।
এসডি/








